টেলিযোগাযোগে প্রমিতকরণের ক্ষেত্রে বৈষম্য হ্রাস এই স্লোগান নিয়ে বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে
আজ শনিবার (১৮ মে ) সকাল ১০ টায় নগরীর সার্কিট হাউজ প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে নগরীর গুরুত্ব সড়ক প্রদক্ষিণ করে জলা প্রশাসকের কার্যালয় গিয়ে শেষ হয়।
জেলা প্রশাসন সম্মেলন কক্ষে সকলের অংশগ্রহনে দিবসের তাৎপর্য নিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়।
র্যালি ও সেমিনারে প্রধান অতিথি ছিলেন ডিসি এস.এম অজিয়র রহমান। আরো উপস্থিত ছিলেন উপ- পরিচালক স্থানীয় সরকার মোঃ শহিদুল ইসলাম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসক কার্যালয় রবিন শীষ, সুব্রত বিশ্বাস দাস, উপ-মহাব্যাবস্থাপক বিটিসিএল বরিশাল, মো শামিম ফকিরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও টেলিযোগাযোগ ও তথ্যের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। র্যালি ও সেমিনার শেষ স্কুল কলেজে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
র্যালির পূর্বে বেলুন ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন ডিসি এস.এম অজিয়র রহমান।