বরিশালের বাকেরগঞ্জের দুর্গাপাশা ইউনিয়নের তেতুলিয়ার ভাঙন প্রতিরোধে ৭শ’ ৩৯ কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম। তিনি বলেছেন, ‘প্রকল্প অনুমোদন হয়ে গেলেই তেতুলিয়া নদীর ভাঙনরোধে বেড়িবাঁধ নির্মাণ করা হবে। এ ছাড়া, ওই নদীর চরও খনন করা হবে।’
শনিবার (১৮ মে) দুপুরে বাকেরগঞ্জের দুর্গাপাশা লঞ্চঘাট সংলগ্ন তেতুলিয়া নদীর ভাঙন পরিদর্শন পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ এবং আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মেজর জেনারেল (অব.) হাফিজ মল্লিক, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক মো. খালেকুজ্জামান, দক্ষিণাঞ্চল জোনের প্রধান প্রকৌশলী জুলফিকার আলী হাওলাদার এবং বাকেরগঞ্জ উপজেলা চেয়ারম্যান শামসুল আলম চুন্নুসহ অনেকে।
এর আগে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম তেতুলিয়া নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন। ওই সময় ক্ষতিগ্রস্তরা ভাঙনরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।