অনলাইন ডেস্ক : রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায় রাখার লক্ষ্যে পিরোজপুর শহরের মাছ, মাংস, সবজি ও ফলের বাজার’সহ বিভিন্ন বাজার পরিদর্শন করেছেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন এবং ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন।
বৃহস্পতিবার (১৬ মে) সকালে এ মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীবসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ।
বাজার মনিটরিংয়ের সময় জেলা প্রশাসক ও পুলিশ সুপার বাজারের বিভিন্ন পণ্যের দামের এবং মানের খবর নেন।
এ সময় জেলা প্রশাসক জানান, বাজারে সবজি ও মাছসহ নিত্য প্রয়োজনীয় পণ্য পর্যাপ্ত পরিমাণে সরবরাহ রয়েছে। বিক্রেতারা যাতে অনৈতিক এবং নিম্নমানের পণ্য বিক্রি করতে না পারে সেজন্য তারা সচেষ্ট রয়েছেন।
(Visited ১ times, ১ visits today)