অনলাইন ডেস্ক : ঝালকাঠিতে ৮৬৬ পিচ ইয়াবাসহ এক নারী মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে ঝালকাঠি অতিরিক্ত পুলিশ সুপার মো: জাহাঙ্গীর হোসেন এক সংবাদ সম্মেলন করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঝালকাঠি সদর থানার ওসি শোনিত কুমার গায়েন এর নেতৃত্বে অভিযান চালিয়ে রাত আড়াই টার দিকে শহরের পেট্্রলপাম্প মোরে ঢাকা থেকে আসা বনফুল পরিবহনে তল্লাশী করে।
এসময় রেনু বেগম নামের এক নারী পায়ের সাথে বাধা অবস্থায় ৮৬৬ পিচ ইয়াবা উদ্ধার করা হয় বলে সংবাদ সম্মেলনে দাবী করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল এমএম মাহমুদ হাসান, সদর থানার ওসি শোনিত কুমার গায়েন।
আটক রেনুবেগম বরগুনার পাথরঘাটা উপজেলার রুস্তুম আলীর স্ত্রী। পুলিশ আরো জানান, আটক রেনুর বিরুদ্ধে পুর্বেও দুইটি মাদক মামলা ও তার স্বামী রুস্তুম আলীর বিরুদ্ধে ৫ টি মাদক মামলা রয়েছে।
(Visited ১ times, ১ visits today)