ভোলার বোরহানউদ্দিনের মির্জাকালু নৌ-ফাড়িরঁ অভিযানে ৮০ হাজার মিটার মশারী ও ২০ হাজার মিটার কারেন্ট জাল আটক করা হয়েছে।
১১ই মে শনিবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মির্জাকালু নৌ-ফাড়িরঁ ইনচার্জ আবদুর রাজ্জাক‘র নেতৃতে ও এএসআই মনির সহ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করা হয়। এসময় কাউকে আটক করা সম্ভব না হলেও মোট ১ লক্ষ মিটার জাল আটক করে পুড়িয়ে ফেলা হয়।
এ বিষয়ে নৌ-ফাড়িরঁ ইনচার্জ আবদুর রাজ্জাক জানান, সারকারী বিধিমালা মোতাবেক আমাদের অভিযান অব্যাহত থাকবে।
(Visited ১ times, ১ visits today)