স্পোর্টস ডেস্ক: টেস্ট ক্রিকেটের জন্য নিজেকে পুরোপুরি ফিট বলে দাবি করেছেন মুস্তাফিজুর রহমান। গেল কয়েকটি সিরিজে ইনজুরি বেশ ভোগালেও, এখন তিনি পুরনো ছন্দ ফিরে পেয়েছেন বলেও দাবি করেছেন তিনি। আসন্ন শ্রীলঙ্কা সফরে টেস্টের পাশাপাশি ওয়ানডে কিংবা টি-২০ তে সুযোগ পেলে।
নিজের শতভাগ দিয়ে দলে ভূমিকা রাখার চেষ্টা করবেন বলেও জানান মুস্তাফিজ। শনিবার দলের অনুশীলন শেষে এসব কথা বলেন তিনি।
‘বিসিএলে ম্যাচ খেলেছি। ওখানে আমার সবকিছু ভালো গেছে। ওখানে দ্রুত গতিতে বল করার এবং সুইং করানোর চেষ্টা করেছি। আর আমার কাটার কিংবা সোলার যেটা আছে সেটাতো আর চার দিনের ম্যাচে এতোটা করা হয় না।
টেস্টে সুযোগ দিয়েছে। আমি জানি না ওয়ানডে বা টি-টোয়েন্টিতে আছি কিনা। যদি তিন ফরম্যাটেই থাকতে পারি তাহলে চেষ্টা করবো আমার সেরাটা দেয়ার।’ বলছিলেন কাটার মাস্টার।
(Visited ৪ times, ১ visits today)