মঙ্গলবার , ৭ মে ২০১৯ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

বানারীপাড়ায় সান্টুসহ বিএনপির ১৫ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জশীট

প্রতিবেদক
Alltime BD News24 .com
মে ৭, ২০১৯ ৮:১২ অপরাহ্ণ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা চলাকালে বানারীপাড়ায় আওয়ামী লীগ নেতা-কর্মীদের ওপর অর্তকিত হামলা ও গুলি বর্ষনের অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য এস. শরফুদ্দিন আহমেদ সান্টু সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের ১৫ নেতাকর্মী ও ক্যাডারের বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র (চার্জশীট) দাখিল করেছে পুলিশ।

বরিশাল জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক এস এম মাহফুজ আলম রোববার এক শুনানী শেষে অভিযোগ পত্রটি গ্রহণ করেন।ওই মামলার তদন্তকারী কর্মকর্তা বানারীপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. জহিরুল ইসলাম সম্প্রতি আদালতে এ অভিযোগ পত্র জমা দেন।

চার্জশীটভূক্ত অপর আসামীরা হলেন বানারীপাড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহ আলম মিঞ্রা,সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর রিয়াজ মৃধা,উজিরপুরের গুঠিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিন হাওলাদার,সাধারণ সম্পাদক লাবু চাপরাসী,ওটরা ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক আবুল কালাম আজাদ,গুঠিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি রবিউল সরদার,বামরাইল ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সভাপতি জামাল বেপারী, বিএনপি নেতা নজরুল মোল্লা,যুবদল নেতা অরেন্স সরদার ও জসিম চোকদার,বানারীপাড়ার পৌর শ্রমিকদল নেতা জন মোল্লা,৯ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গির মোল্লা,বানারীপাড়ার ছাত্রদল নেতা সুমন সরদার ও পাভেল হাওলাদার।

বরিশাল-২(বানারীপাড়া-উজিরপুর) আসনে বিএনপি প্রার্থী এস.শরফুদ্দিন আহমেদ সান্টু নেতা-কর্মীদের নিয়ে ধানের শীষের প্রচারণার জন্য গত ২৪ ডিসেম্বর দুপুরে বানারীপাড়া পৌর শহরের এলে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়। এসময় সান্টু তার লাইসেন্সকৃত পিস্তল দিয়ে গুলি বর্ষণ করেন।

এ ঘটনায় উপজেলা যুবলীগ নেতা ও বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা তালুকদার ওই দিন বাদী হয়ে বিএনপি প্রার্থী এস.শরফুদ্দিন আহমেদ সান্টু সহ ৪৩ জনকে সুনির্দিষ্ট ও ৪০/৫০ জনকে অজ্ঞাতনামা অসামী করে থানায় মামলা দায়ের করেন।

(Visited ১ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত