আজ ৬ মে বিকাল ৪ টায় নগরীর চাঁদমারি এলাকায় মাদ্রাসা সড়কে অপরাজেয় বাংলাদেশর জরুরী রাত্রিকালীন আশ্রয়কেন্দ্র আয়োজনে।পথ শিশুদের মাঝে নতুন পোশাক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রকল্প সমন্বয়কারী অপরাজেয় বাংলাদেশ, ফেরদৌসি সুলতানা। বিশেষ অতিথি ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসক কার্যালয় বরিশাল, সুব্রত বিশ্বাস দাস, চীফ ইউনিসেফ বরিশাল, এ, এইচ তৌফিক আহমেদ, প্রবেশন অফিসার জেলা সমাজসেবা অধিদপ্তর বরিশাল, সাজ্জাদ পারভেজসহ অপরাজেয় বাংলাদেশর কর্মকর্তা ও কোমলমতি পথ শিশুরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে পথ শিশুদের মাঝে কলম ডাইরী এবং নতুন পোশাক বিতরণ করা হয় এর পাশাপাশি জেলা প্রশাসক বরিশাল এর পক্ষ থেকে ৬০ জন পথ শিশুদের হাতে শুকনো খাবার তুলে দেন জেলা প্রশাসক এস এম, অজিয়র রহমান। পরে তাদের পরিবেশনায় মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
(Visited ১ times, ১ visits today)