ঘূর্ণিঝড় ফনির আঘাত থেকে প্রাণহানি এড়াতে বরিশালের ৩৩১টি আশ্রয় কেন্দ্রে ১৫ হাজারেরও অধিক মানুষ আশ্রয় নিয়েছে।
শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান ও জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আবদুল লতিফ। এর মধ্যে মেহেন্দিগঞ্জের ৪৫টি কেন্দ্রে ৮০৩ জন মানুষ আশ্রয় নিয়েছে।
এছাড়াও হিজলার ৫৭টি কেন্দ্রে ১২০০, বাবুগঞ্জের ১৪টি আশ্রয় কেন্দ্রে ৭০০ এবং বাকেরগঞ্জের ৬৪টি আশ্রয় কেন্দ্রে প্রায় ২ হাজার ২০০ মানুষ আশ্রয় নিয়েছে বলে জানিয়েছেন স্ব স্ব উপজেলা প্রকল্প কর্মকর্তারা। পাশাপাশি অন্য ৬টি উপজেলার আশ্রয় কেন্দ্রগুলোতেও প্রচুর মানুষ আশ্রয় নিয়েছে বলে জানা গেছে।
বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান, আশ্রয় কেন্দ্রগুলোতে প্রচুর পরিমাণ জায়গা রয়েছে। এছাড়া দুর্যোগ মোকাবেলায় আমরা প্রস্তুত রয়েছি।
(Visited ১ times, ১ visits today)