বরিশাল শহরে অভিযান চালিয়ে পাঁচ লাখ চিংড়ির রেণুপোনাসহ পাঁচজনকে আটক করা হয়েছে।
আজ সোমবার সকালে শহরের সিঅ্যান্ডবি রোডের চৌমাথা এলাকায় কোতোয়ালি থানা পুলিশ ও মৎস্য অধিদপ্তর বরিশাল কার্যালয় যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
এ ব্যাপারে জেলা মৎস্য অফিসের কর্মকর্তা (হিলসা) বিমল চন্দ্র দাস জানান, ট্রাকযোগে গলাচিপা থেকে বাগদা ও গলদা চিংড়ির রেণুপোনাগুলো খুলনার উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সকালে ট্রাকসহ রেণুপোনাগুলো চৌমাথা এলাকা থেকে জব্দ করা হয়।
পাশাপাশি রেণুপোনা পাচারের সঙ্গে জড়িত পাঁচজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
(Visited ১ times, ১ visits today)