বঙ্গবন্ধুর সোনার বাংলায় শেখ হাসিনার অবদান, বিনা মূল্যে লিগ্যাল এইডে আইনি সেবা দান-প্রতিপ্যাদ্য নিয়ে বরিশালে আইনগত সহায়তা দিবস পালন করা হয়েছে। র্যালি, আলোচনা সভা, মেলা ও সম্মাননা প্রদানসহ দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটিকে পালন করছে বরিশাল জেলা লিগ্যাল এইড কমিটি।
আজ রবিবার সকাল পৌঁনে দশটায় বরিশাল জেলা আইনজীবী সমিতি মিলনায়তন কক্ষে দিবসটি উদযাপন শুরু হয়।
ভারপ্রাপ্ত জেলা-দায়রা জজ ও জেলা লিগ্যাল এইডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এমএ হামিদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবু শামীম আজাদ, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সানা মোঃ মাহরুফ হোসাইন, চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কবির উদ্দিন প্রামাণিক।
আলোচনা সভা শেষে লিগ্যাল এইড দিবস উপলক্ষে এবছর শ্রেষ্ঠ আইনজীবী হিসাবে তিনজন আইনজীবীকে সম্মাননা ও সনদ প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তরা হলো, এ্যাড. বসুদেব (দেওয়ানী), এ্যাড. শেখ হুমাউন কবির মাসউদ (ফেজৈদারী) ও এ্যাড. কামরুন্নাহার তনু।
এছাড়া বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্ত্বরে লিগ্যাল এইড মেলা অনুষ্ঠিত হয়।