বুধবার , ২৪ এপ্রিল ২০১৯ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

বরিশালে টিসিবির পণ্য বিক্রি শুরু

প্রতিবেদক
Alltime BD News24 .com
এপ্রিল ২৪, ২০১৯ ১:১৩ পূর্বাহ্ণ

রমযান মাস উপলক্ষে বরিশালে মঙ্গলবার সকালে টিসিবির মাধ্যমে স্বল্প মূল্যের চিনি, মসুর ডাল ও সোয়াবিন তেল বিক্রির কার্যক্রম শুরু হয়েছে।
নগরীর ডিসির দফতরসহ বিভিন্ন স্থানে পাঁচটি ট্রাকে করে টিসিবির মনোনীত ডিলাররা তাদের মালামাল বিক্রি করবে।

জেলা টিসিবি’র অফিস প্রধান আনিসুর রহমান বলেন, প্রতিদিন মনোনীত ডিলাররা তিন শ’ থেকে পাঁচ শ’ কেজি চিনি, মসুর ডাল ও সোয়াবিন তেল নগরীতে প্রতি ট্রাক বিক্রি করবে।

তিনি বলেন, টিসিসিবি থেকে সরবরাহ করা প্রতি কেজি চিনি ৪৭ টাকা, মসুর ডাল প্রতি কেজি ৪৪ টাকা ও সায়াবিন তেল প্রতি লিটার দাম ধরা হয়েছে ৮৫ টাকা।

জনপ্রতি ক্রেতা চার কেজি চিনি, দুই কেজি মসুর ডাল ও পাঁচ লিটার সোয়াবিন তেল স্বল্প মূল্যে কিনতে পারবেন।

এছাড়া রমযানের পাঁচ দিন আগে থেকে ক্রেতাদের মাঝে বিক্রি করা হবে ছোলা বুট ও খেজুর। তবে তার দাম কত হবে তা জানাতে পারেনি তারা।

এদিকে নগরীতে স্বল্প মূল্যে টিসিবি থেকে মালামাল বিক্রির প্রচার-প্রচারণা তেমন না থাকার কারণেই অনেক স্থানে ডিলাররা অবস্থান নিলেও সেখানে ক্রেতাদের উপস্থিতি কম দেখা যায়।

পিকআপ ও ট্রাকে করে বিক্রি করা ডিলাররা বলেন, সামনের দিনগুলিতে তাদের বিক্রি বাড়বে বলে তারা মনে করেন।

(Visited ২ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত