বরিশাল নগরীর রূপাতলী হযরত মাওলানা মির্জা এনায়েতুর রহমান কমপ্লেক্স এরাবিক দ্বীনিয়া মাদরাসায় ১৪ জন ছাত্রকে দস্তারবন্দি করা হয়েছে।
গতকাল শনিবার জোহরবাদ মাদরাসা কমপ্লেক্সে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাড. আজিজুল হক আক্কাস।
সদ্য হাফেজ হওয়া ছাত্রদেরকে দস্তারবন্দি ও দোয়া পরিচালনা করেন স্টিমারঘাট জামে মসজিদের খতিব হযরত মাওলানা মির্জা শরফউদ্দিন বেগ।
এছাড়া উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সহ-সভাপতি মোহাম্মদ হোসেন চৌধুরী, বিসিসি’র সাবেক প্যানেল মেয়র সৈয়দ গোলাম মাহবুব, জামে এবাদুল্লাহ মসজিদের খতিব মাওলানা মির্জা নুরুর রহমান বেগ, দৈনিক আজকের বরিশাল’র উপদেষ্টা হযরত মাওলানা মির্জা শোয়েবুর রহমান বেগ।
প্রায় ৩ শতাধিক লোকের উপস্থিতি দস্তারবন্দি শেষে দোয়া মোনাজাত করা হয়।
(Visited ১ times, ১ visits today)