নিউজ ডেস্ক: বরিশালের গৌরনদী উপজেলার মাদক সম্রাট টুটুল হাওলাদারকে (৩০) সোমবার দুপুরে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত টুটুল খাঞ্জাপুর ইউনিয়নের দক্ষিণ কমলাপুর গ্রামের বাবুল হাওলাদারের পুত্র।
দক্ষিণাঞ্চলের মাদকের ডিলার গৌরনদীর হিরা মাঝি ও মানিক মাঝি র্যাবের অভিযানে গ্রেফতার হওয়ার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে দীর্ঘদিন সীমান্তবর্তী এলাকায় আত্মগোপনে থেকে একচেটিয়া ভাবে মাদকের রমরমা বাণিজ্য চালিয়ে আসা টুটুল হাওলাদারকে গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদী মডেল থানার চৌকস এসআই আজাদ হোসেন খাঞ্জাপুর এলাকা থেকে গ্রেফতার করেছে।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত মাদক সম্রাট টুটুল হাওলাদারকে থানা থেকে ছাড়িয়ে নেয়ার জন্য একটি প্রভাবশালী মহল ব্যাপক তৎপরতা শুরু করেছে।
(Visited ৩ times, ১ visits today)