ইভটিজার প্রতিরোধে সচেতন নাগরিক ও অভিভাবকদের সোচ্চার হওয়ার আহবান জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী বরিশাল-১ সদর আসনের এমপি কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামিম। সোমবার রাতে তিনি ব্যক্তিগত ফেসবুক পেইজে এক পোস্টে এই আহবান জানিয়েছেন। পাশাপাশি ইভটিজার প্রতিরোধে প্রতিমন্ত্রী অভিভাবকদের সোচ্চার হওয়ার পরামর্শ দিয়েছেন।
পোস্টটি হুবহু তুলে ধরা হল-
ইভটিজার প্রতিরোধে সচেতন নাগরিক ও অভিভাবকদের সোচ্চার হওয়ার আহবান জানাচ্ছি। ইভটিজিং দেখলে সাথে সাথে ইভটিজারকে ধরে পুলিশের হাতে তুলে দিবেন। স্কুল-কলেজের আশেপাশে বখাটেরা মেয়েদের কোনোভাবে ইভটিজিং করলে থানায় যোগাযোগ করবেন। প্রয়োজনে আমাকে জানাবেন। কথা দিচ্ছি তাৎক্ষণিক তাদের আইনের আওতায় এনে শাস্তি প্রদানের ব্যবস্থা করবো।
(Visited ৪ times, ১ visits today)