ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে ভারতীয় সেনাবাহিনীর একটি বহরে সন্ত্রাসীদের হামলায় অন্তত তিনজন ভারতীয় সেনা নিহত হয়েছে। এ ছাড়া সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে স্থানীয় এক নারী নিহত হন।
আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে দক্ষিণ কাশ্মীরের মাত্রিগ্রামে সন্ত্রাস দমনকারী কার্যকলাপ শেষে ভারতীয় সেনাদের একটি কনভয় (বহর) শোপিয়ান ফিরছিল। পথিমধ্যে বহরের ওপর হঠাৎ গুলিবর্ষণ শুরু হয়। সেনারাও পাল্টা গুলি চালায়। তবে রাতের অন্ধকারে হামলাকারীরা পালাতে সক্ষম হয়।
ঘটনাস্থলেই এক ভারতীয় সেনার মৃত্যু হয়। আরও কয়েকজন সেনা গুরুতর জখম হয়েছেন। এদের মধ্যে এক সেনা কর্মকর্তাও রয়েছেন।
সংঘর্ষে বেগন নামের স্থানীয় এক বৃদ্ধা মারা যান। সংঘর্ষের সময় তিনি নিজের ঘরে ছিলেন।
প্রসঙ্গত, তিন সপ্তাহের মধ্যে এই নিয়ে চতুর্থবার হামলার কবলে পড়ল কাশ্মির। এর আগের তিন হামলায় এক মেজরসহ ছয় ভারতীয় সেনার মৃত্যু হয়।