বরিশালে ১৬নং ওয়ার্ড যুব সমাজের উদ্যোগে ব্যতিক্রমী ‘ফুচকা উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার নগরীর হালিমা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ে এ উৎসব অনুষ্ঠিত হয়। বিকেল ৪টায় শুরু হয়ে এ উৎসব চলে রাত ৮টা পর্যন্ত।
এসময় কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুল ইসলাম তোতা, ডাঃ খ.ম জিল্লুর রহমান, বিশিষ্ট সমাজসেবক লিয়াকত হোসেন লিকু, হালিমা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফকরুদ্দিন, বরিশাল তরুণ সাংবাদিক ফোরামের সভাপতি ও আনন্দ টেলিভিশনের বরিশাল প্রতিনিধি মজিবর রহমান নাহিদ, আয়োজক কমিটির সাদমান সাদিক অর্থী, আকসা সহ আয়োজক কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
বরিশালে প্রথম এই ফুচকা উৎসবে তরুণ-তরুণীদের এক মিলনমেলায় পরিনত হয়। ইচ্ছে মত খুচকা পরিবেশন ছাড়া এ উৎসবে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
(Visited ২ times, ১ visits today)