পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, ‘বর্ষা মৌসুম আসার আগেই কমলনগর ও রামগতি উপজেলার দুই স্থানে ২ কিলোমিটার নদীর ভাঙন রোধে বাঁধ নির্মাণ শুরু হবে। দ্বিতীয় ফেইজে শীতের শুরুতে বাঁধের ১৬ কিলোমিটারের কাজ শুরু করা হবে। যাতে কমলনগর ও রামগতি উপজেলা আর নদী গর্ভে বিলীন না হয়।’
তিনি বলেন, ভোলা, বরিশাল, কুড়িগ্রাম, সিরাজগঞ্জ সব এলাকায় নদী ভাঙছে। প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প হিসেবে রামগতি ও কমলনগরে দ্রুত কাজ শুরু হবে। আপনারা নির্ভয়ে বাড়ি-ঘর দালান কোঠা নির্মাণ করুন। এই এলাকা আর নদীতে ভাঙবে না। আমরা দ্রুত কাজ শুরু করবো।
শুক্রবার (১২ এপ্রিল) নদী ভাঙন পরির্দশন শেষে এক পথ সভায় পানি সম্পদ প্রতিমন্ত্রী এসব কথা বলেন। সভায় সভাপত্বি করেন কমলনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন মাস্টার।
(Visited ১ times, ১ visits today)