জাকারিয়া আলম দিপুঃ বরিশাল মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে যোগদান করেছেন শাহাবুদ্দিন খান। শুক্রবার সন্ধ্যায় নগরীর আমতলা বিজয় বিহঙ্গ সংলগ্ন বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) অস্থায়ী কার্যালয়ে তাকে দায়িত্বভার বুঝিয়ে দেন ভারপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ কমিশনার মাহাফুজুর রহমান বিপিএম।
এসময় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার(বিএমপি) মোঃ সালেহ্ উদ্দিন , উপ-পুলিশ কমিশনার (সদর) হাবিবুর রহমান খান, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোজ্জায়েম হোসেন ভূইয়া,উপ-পুলিশ কমিশনার (উত্তর) জাহাঙ্গীর হোসেন মল্লিক, উপ কমিশনার (ট্রাফিক) খায়রুল আলম, ডিসি (সিএসবি) আবু রায়হান মুহাম্মদ ছালেহ্, এসি (সিএসবি) নাসির উদ্দিন মল্লিক,সহকারী পুলিশ কমিশনার বন্দর থানা বিএমপি প্রকৌশলী সাহেদ আহমেদ চৌধুরী, কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম সহ অন্যান্য কর্মকতাবৃন্দ।
নবাগত পুলিশ কমিশনার বিএমপি মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার দায়িত্বভার গ্রহন করলে বিএমপি’র সকল কর্মকর্তাগণ পুলিশ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা জানান।
উল্লেখ্য ডিআইজি মর্যাদার কর্মকর্তা শাহাবুদ্দিন খান সর্বশেষ শিল্প পুলিশে দায়িত্ব পালন করেছেন। ঝিনাইদাহ জেলার শৈলকুপার সন্তান শাহাবুদ্দিন খান বিগত সময়ে র্যাব- ১০এর অধিনায়ক ছিলেন।
গত ৩ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে তাঁকে বরিশাল মহানগর পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।’