বৃহস্পতিবার , ১১ এপ্রিল ২০১৯ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

ছুটিতে গেলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইমামুল হক, ভারপ্রাপ্ত ভিসি মাহবুব

প্রতিবেদক
Alltime BD News24 .com
এপ্রিল ১১, ২০১৯ ১০:৩৫ অপরাহ্ণ

অবশেষে ছুটিতে পাঠানো হলো বরিশাল বিশ্ববিদ্যালয়ের বির্তকিত উপাচার্য প্রফেসর ড. এসএম ইমামুল হককে। ১০ এপ্রিল এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সাথে ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়েছে ট্রেজারার অধ্যাপক ড. একেএম মাহবুব হাসানকে। বিষয়টি নিশ্চিত করেছেন রেজিস্ট্রার ড. মোঃ হাসিনুর রহমান।

নোটিশে উল্লেখে করা হয়েছে, ব্যক্তিগত প্রয়োজনে আজ ১১এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত ১৫ দিনের ছুটিতে যাচ্ছেন উপাচার্য প্রফেসর ড. ইমামুল হক।

তার ছুটিকালীন সময়ে উপাচার্যের রুটিন কাজসমূহ পরিচালনা করবেন ট্রেজারার ড. একেএম মাহবুব হাসান। এছাড়া বর্তমানে বিশ্ববিদ্যালয়ের কোন সিন্ডিকেট সভা না থাকায় বিষয়টি পরবর্তী সিন্ডিকেট সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

তবে পনের দিনের এই ছুটির নোটিশ প্রত্যাখান করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থী লোকমান হোসেন বলেন, আমাদের আইওযাশ দেওযা হচ্ছে। আমরা এমন ছুটি চাইনি। চেয়েছি স্থায়ী ছুটি অর্থাৎ উপাচার্য প্রফেসর এসএম ইমামুল হক স্যার আর এক মিনিটের জন্যও আমাদের প্রশাসনিক দায়িত্বে ফিরতে পরবেন না। ফলে আমাদের আন্দোলন চলবে।

ওদিকে ৮দফা দাবী নিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

(Visited ১ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি