আজ ১০ এপ্রিল দুপুর ১ টায়। বরিশাল আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, সমাজসেবা অধিদফতরের আয়োজনে বরিশাল আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রর হল রুমে সমাজসেবা অধিদফতরাধীন বরিশাল বিভাগের বিভিন্ন উপজেলা ও শহর সমাজসেবা কার্যালয়ে কর্মরত ফিল্ড সুপারভাইজার, ইউনিয়ন/পৌর সমাজকর্মী ও কারিগরি প্রশিক্ষক পদে কর্মরত কর্মচারীদের ক্ষুদ্রঋণ, ভাতা এবং সামাজিক কার্যক্রম ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ কোর্স-২০১৯ অনুষ্ঠিত হয়।
১০ দিন ব্যপী প্রশিক্ষণ কোর্স এর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এস, এম, অজিয়র রহমান, জেলা প্রশাসক বরিশাল, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল মামুন তালুকদার উপ-পরিচালক সমাজসেবা অধিদফতর বরিশাল আরো উপস্থিত ছিলেন আবদুর রশীদ খান, অধ্যক্ষ আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র সমাজসেবা বরিশাল, প্রবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল, সাজ্জাদ পারভেজসহ বিভিন্ন স্থান থেকে আগত প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ ৬ এপ্রিল থেকে শুরু হয়ে ১৫ এপ্রিল পর্যন্ত চলবে।
(Visited ৩ times, ১ visits today)