বরিশাল মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সিটি কর্পোরেশনের সাবেক সফল মেয়র এবং বরিশাল-৫ আসনের সাবেক সংসদ সদস্য শওকত হোসেন হিরনের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাকসু সাহিত্য বিষয়ক সম্পাদক মোঃ নূর আল-আহাদ সাঈদী উদ্যোগে বিএম কলেজ জামে মসজিদে বাদ জোহর দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয় ।
মঙ্গলবার দুপুরে সরকারি বিএম কলেজ জামে মসজিদে এ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত।
এসময় উপস্থিত ছিলেন বিএম কলেজের অধ্যক্ষ শফিকুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ। বিএম কলেজ ছাত্রলীগ নেতা রাজু, ইমরান, নিয়াজ, তানভির, রাকিব, শুভ মাহাবুবসহ দলীয় নেতা-কর্মী।
পরে মুসলিম গোরস্থানে মরহুম শওকত হোসেন হিরণ’র কবর জিয়ারত করেন।
উল্লেখ্য, ২০১৪ সালের ৯ এপ্রিল সকালে ৫৮ বছর বয়সে মৃত্যুবরন করেন শওকত হোসেন হিরন। একই বছরের ২২ মার্চ রাত ১০টার দিকে মস্তিষ্কে রক্তক্ষরন হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন তিনি। পরে তাকে ঢাকার এ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এরপর ২৪ মার্চ রাতে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে আবার ৩ এপ্রিল দেশে ফিরিয়ে আনা হয় এবং ঢাকার এ্যাপোলো হাসপাতালে লাইফ সার্পোট দিয়ে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৯ এপ্রিল সকালে হিরণ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ১১ এপ্রিল বরিশাল নগরের বঙ্গবন্ধু উদ্যানে নামাজে জানাজা শেষে মুসলিম গোরস্থানে মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হন হিরন। বরিশাল শহরের দক্ষিণ আলেকান্দা এলাকার নানা বাড়িতে ১৯৫৬ সালের ১৫ অক্টোবর শওকত হোসেন হিরন জন্মগ্রহণ করেন।
(Visited ২ times, ১ visits today)