শামীম আহমেদ ॥ বরিশাল জেলার গৌরনদী সরকারী কলেজের মেধাবী ছাত্র ও আগৈলঝাড়া উপজেলার পূর্ব সুজনকাঠী গ্রামের বজলুর রহমান তালুকদারের পুত্র ওহিদুজ্জামান লোটন তালুকদারের চিকিৎসা সেবায় এগিয়ে এসেছেন গৌরনদী উপজেলা ছাত্রলীগ নেতারা।
গৌরনদী উপজেলা ছাত্রলীগ নেতা রাসেদুল ইসলাম সংগীত জানান, ফেসবুকের মাধ্যমে লোটন তালুকদারের চিকিৎসা অর্থাভাবে চলছেনা জেনে সহকর্মী ছাত্রলীগ নেতাদের সাথে নিয়ে ব্যবসায়ী ও বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের কাছে সাহায্যের আবেদন জানালে ব্যাপক সাড়া পাই। এ পর্যন্ত লোটন তালুকদারের চিকিৎসার জন্য উঠানো ২৩ হাজার টাকা তার পিতার হাতে বজলুর রহমানের হাতে তুলে দেয়া হয়েছে। এছাড়াও সাহায্যের ধারা এখনো চলমান রয়েছে।
উল্লেখ্য গত ৮ মার্চ গৌরনদী-আগৈলঝাড়া-গোপালগঞ্জ মহাসড়কের বাইপাস তেলের পাম্প সংলগ্ন সড়কে মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয় লোটন। বর্তমানে সে (লোটন) ঢাকা মেট্রোপলিটন হাসপাতালে আইসিইউতে ডাক্তারদের নিবির পর্যবেক্ষনে রয়েছে।