বরিশালের মানুষের সেবার মান আরও উন্নত করতে নগরীর ২৬নং ওয়ার্ডের জাগুয়া এলাকায় বরিশাল সাউথ এ্যাপোলো মেডিকেল কলেজ ও হাসপাতালের শুভ উদ্বোধন ও ফ্রি মেডিকেল ক্যাম্প চালু করা হয়েছে।
আজ রবিবার সকালে নগরীর ২৬নং ওয়ার্ডের নগরীর কালিজিরা-জাগুয়া এলাকায় বরিশাল সাউথ এ্যাপোলো মেডিকেল কলেজ হাসপাতালের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের উদ্ভোধক ও প্রধান অতিথি বরিশাল সিটি কর্পোরেশনের জনপ্রিয় মেয়র যুবরত্ন সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।
উল্লেখ্য, বরিশাল কালিজিরা এলাকাটি পূর্বে জাগুয়া ইউনিয়ন থেকে ২৬নং ওয়ার্ডে রূপান্তরিত বরিশাল সিটি কর্পোরেশনের বর্ধিত অংশ ও অবহেলিত এলাকা বলে পরিচিত ছিলো। বর্তমান সিটি মেয়র সাদিক আবদুল্লাহ নগর পিতার দায়িত্ব নেয়ার পরে,অবহেলিত এলাকা গুলোতে চিকিৎসা ব্যবস্থার উন্নয়নের উদ্দ্যেগ নেন,বিসিসি মেয়র নিজেকে নগর পিতার পরিবর্তে নগর সেবক রূপে আর্বিভূত করেন।, যাহার বাস্তবায়ন নগরবাসি দেখতে পেলো আজ বরিশাল সাউথ এ্যাপোলো মেডিকেল কলেজ হাসপাতালের উদ্বোধনের ও ফ্রি চিকিৎসার চালু করোনের মাধ্যমে-যাহা ছিলো তাহার গতো সিটি নির্বাচনের ডিজিটাল প্রচারনার মাধ্যমে নির্বাচনের ইস্তেহার এর অন্যতম প্রতিশ্রুতি, এরপর নগরীর বর্ধিত অংশ এবং হতদরিদ্র মানুষের জন্য ফ্রি চিকিৎসা মেডিকেল ক্যাম্প চালুর শুভ উদ্বোধ করেন অনুষ্ঠানের উদ্বোধক বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।
এসময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন,বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক বুলু চৌধুরী,শের-ই বাংলা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডাঃ ভাস্কর সাহা, ডাঃরনজিৎ কুমার সাহা,ইকবাল হোসেন তাপস,বরিশাল সাউথ এ্যাপোলো মেডিকেল কলেজ হাসপাতালের ব্যাবস্থাপক ও পরিচালক ডাঃ আনোয়ার হোসেন,হালিম রেজা মোফাজ্জেল,মরহুম ইন্জিনিয়ার শহীদুল ইসলামের পত্নী সহ বরিশাল মহানগর আওয়ামীলীগ এর তথ্য ও গবেষণা সম্পাদক হাসান মাহামুদ বাবু ও উপ-দপ্তর সম্পাদক কাজি মুনিরদ্দিন তারিক ও মহানগর স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক মোয়াজ্জেম হোসেন ফিরোজ সহ বিসিসির ওয়ার্ড কাউন্সিলর সহ দুরদুরান্ত থেকে আগত ফ্রি চিকিৎসা ক্যাম্প এর চিকিৎসা নিতে আশা সাধারন জনগন নগরীর স্বনামধন্য চিকিৎসক ও সাংস্কৃতিক এবং রাজনৈতিক, প্রশাসনিক কর্মকর্তা ও গনমাধ্যম ব্যাক্তিবর্গ।