বেসরকারী শিকক্ষ নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ(এনটিআরসিএ) কর্তৃক ইস্যুকৃত নিবন্ধন সনদধারীদের মধ্যে রিটে অংশগ্রহন কারীদের মেধাতালিকা প্রকাশ করে কেন তাদের নিয়োগ দেওয়া হবে না মর্মে রুল জারী করেছে হাইকোর্ট।
বেসরকারী শিকক্ষ নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ(এনটিআরসিএ) কর্তৃক ইস্যুকৃত নিবন্ধন সনদধারীদের মধ্যে রিটে অংশগ্রহন কারীদের মেধাতালিকা প্রকাশ করে কেন তাদের নিয়োগ দেওয়া হবে না মর্মে রুল জারী করেছে হাইকোর্ট।
বেসরকারী শিকক্ষ নিবন্ধন পরীক্ষা গ্রহন ও প্রত্যয়ন বিধিমালা ২০০৬” (সংশোধিত ২০১৫) এর ৯(২)(ঙ)অনুযায়ী মেধাতালিকা
প্রস্তুত এবং প্রকাশ ব্যতীত কে-সরকারী শিক্ষা প্রতিষ্ঠানে পছন্দমতো নিয়োগ প্রক্রিয়া চলমান ছিল।
উক্ত প্রক্রিয়ার বৈধতা চ্যালেন্জ করে নাটোর জেলার মোঃ জাহাঙ্গীর আলম সহ ৬৪ জেলার মোট ৯৪ জন নিবন্ধন সনদধারী মহামান্য সুপ্রীমকোর্টে হাইকোট বিভাগে এক রিট পিটিশন দায়ের করেন।
সহকারী অ্যাটনি জেনারেল টাইটাস হিল্লোল রেমা এ তথ্য নিশ্চিত করে।তিনি বলেন,আগামী চার সপ্তাহের মধ্যে শিক্ষা মন্তনালয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ডের সচিব,মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের শিক্ষক নিবন্ধন প্রত্যয়নের (এনটিআরপি) চেয়ারম্যান,নিয়োগ কমিটির প্রধানসহ সংশ্লিষ্ট পাচঁজনকে ৪ সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
১২/০২/২০১৭ইং তারিখে উক্ত রিট আবেদনটি শুনানী অন্তে মাননীয় বিচারপতি কাজী রেজাউর হক এবং মাননীয় বিচারপতি মোহাম্মদ উল্লাহ এর সমন্বয়ে গঠিত এক দ্বৈত বেঞ্জ উক্ত রিট পিটিশনে শিক্ষা সচিবসহ ওই ৫ (পাচঁ) জন বিবাদীর উপর রুল শিশি জারী করেন।
উক্ত রিট আবেদনটির শুনানী পরিচালনা করেন বিজ্ঞ আইনজীবী এ্যাড. মোঃ হুমায়ন কবির এবং তাকে সহযোগিতা করেন এ্যাড. মোহাম্মদ সাফায়েত জামিন এবং মোঃ আল-আমিন।