বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ দাবিতে প্রতীকী অনশন করেছেন শিক্ষার্থীরা। আন্দোলনের দশম দিনে সকাল সাড়ে ১০ টায় প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে এ কর্মসূচি শুরু করেন তারা।
দ্রুত উপাচার্য পদত্যাগ না করলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা।
স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ না পাওয়ায় শিক্ষার্থীরা প্রতিবাদ করলে ক্ষিপ্ত হয়ে কটূক্তি করেন উপাচার্য। এর প্রতিবাদে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলছেন, আমরা তাকে আল্টিমেটাম দিয়েছিলাম। কিন্তু তিনি পদত্যাগ করেননি। এজন্য আমরা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হচ্ছি।
(Visited ১ times, ১ visits today)