এইচএসসি পরীক্ষার দ্বিতীয় দিন মঙ্গলবার বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় ১০ হাজার ৩৯৫ জন অনুপস্থিত ছিলেন। এদিন ১৫ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষের তথ্য অনুযায়ী, মঙ্গলবার ঢাকা শিক্ষা বোর্ডে ৩ হাজার ৮৮ জন, রাজশাহী বোর্ডে ১ হাজার ৫১১ জন, চট্টগ্রাম বোর্ডে ১ হাজার ৩২ জন, বরিশাল বোর্ডে ৮১০ জন, সিলেট বোর্ডে ৭৪৫ জন, দিনাজপুর বোর্ডে ১ হাজার ২৯৮ জন, কুমিল্লা বোর্ডে ৬৮৯ জন এবং যশোর বোর্ডে ১ হাজার ২১২ জন ও ডিবিআইএসে ১০ জন পরীক্ষার্থীসহ মোট ১০ হাজার ৩৯৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
এদিকে, ঢাকা বোর্ডে ৮ জন, চট্টগ্রাম বোর্ডে ১ জন, রাজশাহী বোর্ডে ১ জন, কুমিল্লা বোর্ডে ১ জন ও যশোর বোর্ডে ১ জন, দিনাজপুর বোর্ডে ১ জন ও বরিশাল বোর্ডে ২ জনকে বহিষ্কার করা হয়।