আজ শুক্রবার ২৯ মার্চ সকাল সারে নয়টায় রুপাতলী হাউজিং এস্টেটে কল্যাণ সমিতি ও জম জম হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার প্রাইভেট লিমিটেডের বরিশালের আয়োজনে। বরিশাল রুপাতলী হাউজিং এস্টেটে অবস্থিত জম জম হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে মহান স্বাধীনতা দিবস ২০১৯ উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান। শুরুতে ফিতা কেটে ফ্রি মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সভাপতি রুপাতলী হাউজিং এস্টেটে কল্যাণ সমিতি, মোঃ আবুল হোসেন, শিক্ষক আইএসচটি মোঃ ইমরান হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক জম জম হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড, মোঃ ইমরানুল হকসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী এবং ফ্রি সেবা নিতে আগত সেবা গ্রহীতারা উপস্থিত ছিলেন। পরে সেখানে সকল সেবে গ্রহীতাদের মাঝে বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
(Visited ১ times, ১ visits today)