রিপোর্ট-নুরে আলামিন বাপ্পী :
.
.
বিপিএলের ম্যাচে বরিশাল বুলস বনাম রাজশাহীর ম্যাচে দর্শকরা দেখল নানা নাটকিয়তা।।টস জিতে রাজশাহীর অধিনায়ক সামি মুশফিককে ব্যাটিংয়ের আমন্ত্রন জানান।।ব্যাটিংয়ে নেমে বরিশাল শুরুতেই হারায় মালান ও মুনাবিরাকে।।তারপর মুশফিক এবং নাফিস এর ঝড়ো ব্যাটিংয়ের উপর ভর করে বরিশাল করে ১৯২-৪ রানের বিশাল সংগ্রহ।।নাফিস ৪৪ বলে ৬৩ করে আউট হয়।।এরপর পেরেরা নেমে করেন ১১ বলে ২৪ রান।।ম্যাচের শেষ বলে তিনি রান আউট হলেও মুশফিক অপরাজিত থাকেন ৮১ রানে।। তিনি বল খেলেন ৫২ টি।।রাজশাহীর সামনে টার্গেট দাড়ায় ১৯৩ রান।।প্রথম বলেই আউট হন রকিবুল।। এরপর শুরু হয় সাব্বির ঝর।।সাব্বির ছাড়া কেউই প্রতিরোধ গড়তে পারেননি।।যদিও একটি জিবন পান তিনি।।১৬ রানে তার সহজ ক্যাচ ছাড়েন আলামিন।।সাব্বির ২০০ স্ট্রাইকরেটে একাই করেন ১২২ রান।।বল খেলেন মাত্র ৬১ টি।।যখন তিনি আউট হন তখন রাজশাহীর দরকার ২৪ বলে ৩৪ রান।।কিন্তু তা করতে ব্যার্থ হয় তারা।।সামি ১৯ বলে ২৭ করলেও তার দল হেরে যায় ৪ রানে।।ম্যান অফ দ্যা ম্যাচ হন সাব্বির রহমান।।এই জয়ে বরিশাল পয়েন্ট টেবিলের ৩ এ উঠে এসেছে।।