বরিশাল মেট্রোপলিটন ট্রাফিক পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন যানবাহনে শতাধিক মামলা দেওয়া হয়েছে। এসময় কাগজপত্র সঠিক না থাকার কারণে মালিক সমিতির আওতাভুক্ত দুটি বাসসহ চারটি গাড়ি আটক করা হয়।
বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত নগরীর প্রবেশদ্বার আব্দুর রব সেরনিবাত (দপদপিয়া) সেতুর ঢালে এই অভিযান পরিচালিত হয়।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের পরিদর্শক (প্রশাসন) সামসুল আলম জানিয়েছেন, ড্রাইভিং লাইসেন্সসহ কাগজপত্র সাথে না রাখার কারণে রাষ্ট্রীয় সড়ক পরিবহন সংস্থার (বিআরটিসি) দুটি বাসসহ শতাধিক যানবাহনে মামলা দেওয়া হয়েছে। এছাড়া বরিশাল পটুয়াখালী মিনি বাস মালিক সমিতির দুটি বাস, একটি অ্যাম্বুলেন্স ও একটি (থ্রি-হুইলার যানবাহন) মাহিন্দ্রার কোন কাগজপত্র না থাকায় সেগুলো আটক করা হয়।
এই তথ্যের সত্যতা নিশ্চিত করে উপ-পুলিশ কমিশনার (ডিসি ট্রাফিক) খাইরুল আলম বলেন, সড়কে আইন মেনে গাড়ি না চালানোর কারণে দুর্ঘটনার প্রবনতা বেড়ে গেছে। সর্বশেষ গত সপ্তাহে শহরের ৩০ নম্বর ওয়ার্ডের একটি বাসের চাপায় মাহিন্দ্রার সাত যাত্রী পাণ হারিয়েছেন। মূলত এইসব বিষয় মাথায় রেখেই বিশেষ অভিযান চালানো হচ্ছে।