চিকিৎসা সেবায় অসামান্য অবদান ও মেডিসিনে’র ওপর বই লেখায় ভারতের খ্যাতিমান সংগঠন রাইটার্স ওয়ার্ল্ডের আন্তর্জাতিক মৈত্রী এ্যাওয়ার্ড-২০১৯ প্রাপ্তির কারণে বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের সাবেক বিভাগীয় প্রধান (মেডিসিন) অধ্যাপক ডাঃ এইচ.এন সরকারকে সংবর্ধনা দেয়া হয়েছে। গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের শিক্ষক সমিতি এর আয়োজনে স্বাধীনতা দিবস উপলক্ষে মঙ্গলবার ঐ মেডিকেল কলেজের পরীক্ষা হলে এ সংবর্ধনা দেওয়া হয়।
অধ্যক্ষ লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ’র সিভিল সার্জন ডাঃ তরুণ মন্ডল, ডাঃ জাহাঙ্গীর আলম, ডাঃ সুভাষ চন্দ্র, ডাঃ রিনা রানী সাহা, ডাঃ আলী নূর, ডাঃ তপন কুমার মন্ডল, ডাঃ পাপিয়া খানম, ডাঃ সুফিয়া ইয়াসমিন ও কলেজে’র ছাত্র-ছাত্রী বৃন্ধ। অধ্যাপক ডাঃ এইচ এন সরকার প্রচেষ্টায় প্রথমবারের মতো শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজে এসএসকেএমসি জার্নাল দি ইনসাইট এর শুভ উদ্বোধন করেন অধ্যক্ষা ডাঃ লিয়াকত আলী।
উল্লেখ্য অধ্যাপক ডাঃ এইচ এন সরকার মেডিসিন এর ওপর মোট আটটি বই লেখেন। এর মধ্যে একটি বই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আর একটি বই বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নামে উৎসর্গ করেন।