বরিশাল সরকারি বিএম কলেজের ডিগ্রি হোস্টেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মানিক হাসান (২৩) নামের এক ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
তিনি গৌরনদীর নন্দনপট্টি গ্রামের আব্দুস সালাম সরদারের ছেলে এবং বিএম কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর ১ম বর্ষের ছাত্র ছিলেন। মানিক হাসান ডিগ্রি হোস্টেলের ডি-ব্লকের ১২৩ নম্বর কক্ষে থাকতেন।
মানিক হাসানের সহপাঠীরা জানান, মানিক গোসল শেষে হোস্টেলে টানানো জিআই তারে ভেজা লুঙ্গি শুকানোর জন্য দেয়। এসময় বিদ্যুৎস্পষ্ট হয়ে সে মাটিতে লুটিয়ে পড়ে। হোস্টেলের ছাত্ররা উদ্ধার করে দ্রুত তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মানিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সহপাঠীসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ডিগ্রি হোস্টেলে ছুটে যান। তারা মৃত্যুর জন্য হোস্টেলের সুপার রফিকুল ইসলামকে অভিযুক্ত করে তার বিচার দাবি করেন।
শিক্ষার্থীরা জানান, হোস্টেলের কাপড় শুকানোর তারে আরথিং হয়ে মাঝে মধ্যেই বিদ্যুৎ প্রবাহিত হতো। বিষয়টি হোস্টেল সুপারকে অবহিত করা হয়। কিন্তু তিনি কোনো পদক্ষেপ না নেয়ায় মানিকের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শফিকুর রহমান সিকদার জানান, ঘটনা তদন্ত করে কারও গাফিলতি পেলে ব্যবস্থা নেয়া হবে।