বরিশালের আগৈলঝাড়ায় অবশেষে বাইপাস সড়কের ডোবায় পরে থাকা উদ্ধার হওয়া অজ্ঞাত ব্যক্তির লাশের পরিচয় মিলেছে।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সোমবার দুপুর দেড়টার দিকে আগৈলঝাড়া-গোপালগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কুয়াতিয়ারপাড় এলাকার একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যাক্তির লাশ উদ্ধার করে পুলিশ। সোমবার রাতে থানায় লাশ দেখে পরিচয় সনাক্ত করেন উপজেলার কাঠিরা গ্রামের হিমাংশু কর্মকার।
হিমাংশু জানান, উদ্ধার করা লাশটি তার ভাগ্নে কাঠিরা গ্রামের সিতাংশু সেনের ছেলে অপূর্ব সেন ওরফে অপু’র।
তিনি আরও জানান, ৪৮ বছর বয়সী হলেও খ্রিস্ট ধর্মাবলম্বী অপু এখনও অবিবাহিত। তার অসুস্থ বাবা ও বৃদ্ধা মা ঢাকায় থাকেন। বোনদের বিয়ে হয়েছে। অপু নিজেও ঢাকায় থাকার সুযোগে মাদকাসক্ত হয়ে পরে। গত ৭-৮ বছর আগে থেকে অপু ঢাকা ছেড়ে গ্রামের বাড়ি কাঠিরায় একা বসবাস করছিল। মাদকাসক্তির কারনে পরিবারের স্বজনেরাও অপুর কোন খোঁজ নেয়নি।
বাড়িতেও অপু মাদকসক্তির কারণে প্রায়ই মানসিক বিকারগ্রস্থ থাকে। নেশা করেই হয়ত সে ডোবায় পরে মারা যেতে পারে বলে তার ধারণা। এ ঘটনায় সোমবার রাতেই মৃত অপুর মামা হিমাংশু কর্মকার বাদী হয়ে থানায় প্রাথমিকভাবে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন। মামলা নং- ১০ (২৫-০৩-২০১৯)। লাশ পোস্টমর্টেমেরে জন্য মঙ্গলবার সকালে বরিশাল মর্গে প্রেরণ করা হয়েছে।