আজ ২৫ মার্চ গণহত্যা দিবস ২০১৯ এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৯ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন বরিশাল নানাবিধ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আজ থেকে গৃহীত কর্মসূচি সমূহ বাস্তবায়ন হবে। আজ সন্ধ্যা ৬ টা ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও গীতিনাট্য অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, স্থান বঙ্গবন্ধু উদ্যান।
রাত ৯ টায় সারাদেশে প্রতীকী ব্ল্যাক-আউট এক মিনিটের জন্য (কেপিআই/জরুরি স্থাপনা ব্যতীত) সমগ্র বরিশাল জেলা।২৬ মার্চ প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ঘোষণা, স্থান পুলিশ লাইন বরিশাল। সূর্যোদয়ের সাথে সাথে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৯ এর শুভ সূচনা, স্থান জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক।
সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও ব্যক্তি মালিকানা ভবনে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন, স্ব-স্ব প্রতিষ্ঠান। সকাল ০৬ঃ৩০ মিনিটে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক থেকে শহীদ মুক্তিযোদ্ধা কাজী আজিজুল ইসলাম সংলগ্ন বধ্যভূমি অভিমুখে পদযাত্রা, আজিজুল ইসলাম সড়ক সংলগ্ন বধ্যভূমি। সকাল ৭ঃ৩০ মিনিটে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, সালাম গ্রহণ, কুচকাওয়াজ এবং শারীরিক চর্চা প্রদর্শনী অনুষ্ঠান ও ক্রীড়া অনুষ্ঠান, বঙ্গবন্ধু উদ্যান বরিশাল।
সকাল ১১ টায় শিশুদের চিত্রাঙ্কন, কবিতা আবৃতি ও দেশাত্মবোধক সংগীত প্রতিযোগিতা, স্থান শিশু একাডেমী বরিশাল। সকাল ১১ঃ৩০ মিনিটে অনুর্ধ্ব ১২ বছরের শিশুদের জন্য প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন, অভিরুচি সিনেমা হল বরিশাল। দুপুর ১২ টায় জেলা পর্যায়ে বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা জ্ঞাপন এবং সম্মাননা প্রদান, লেডিস ক্লাব বরিশাল। স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিষয় ভিত্তিক রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা, স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠান।
জাতির শান্তি, সমৃদ্ধি, ও অগ্রগতি কামনা করে স্থানীয় সকল মসজিদে এবং বিশেষ মোনাজাত এবং সকল মন্দির, গীর্জা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা, সকল ধর্মীয় উপাসনালয়ে। দুপুর ২ টায় হাসপাতাল, কারাগার, শিশু সদন ও বিভিন্ন আশ্রয়কেন্দ্রসহ অনুরুপ প্রতিষ্ঠানসমূহে উন্নতমানের খাবার পরিবেশন, স্ব-স্ব প্রতিষ্ঠানে এবং শিশুদের জন্য প্লানেট পার্ক উন্মুক্ত রাখা, প্লানেট পার্ক বরিশাল। বিকাল তিনটায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান (নারীদের জন্য), সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় বরিশাল। বিকেল ৪ টায় প্রীতি ফুটবল প্রতিযোগিতা জেলা প্রশাসন একাদশ বনাম বরিশাল সিটি কর্পোরেশন একাদশ, বঙ্গবন্ধু উদ্যান বরিশাল। সকল সরকারি ও বেসরকারি ভবনে আলোকসজ্জা, সকল সরকারি ও বেসরকারি ভবন।
সন্ধ্যা ৬ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ ই মার্চের ঐতিহাসিক ভাষণের তাৎপর্য এবং দেশের উন্নয়ন ও অগ্রগতি বিষয়ে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ, বঙ্গবন্ধু উদ্যান বরিশাল। ২৬ মার্চ মহান মুক্তিযুদ্ধের দলিল এবং রেকর্ডপত্র ও চিত্রপ্রদর্শনী, বঙ্গবন্ধু উদ্যান সংলগ্ন আনসার ও ভিডিপি কার্যালয় বরিশাল। তবে প্রধানমন্ত্রীর কর্মসূচির সাথে সমন্বয় রেখে আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৯ উদ্যাপন উপলক্ষে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে অনুষ্ঠিতব্য জাতীয় শিশু-কিশোর সমাবেশে সকাল ০৮:০০ ঘটিকায় শুদ্ধসুরে জাতীয় সঙ্গীত পরিবেশিত হবে।
উক্ত পরিবেশনার সাথে সঙ্গতি রেখে সারাদেশে জেলা-উপজেলায় একযোগে জাতীয় সঙ্গীত পরিবেশনার জন্য মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা থাকায় জেলা প্রশাসন বরিশাল কর্তৃক আয়োজিত কুচকাওয়াজ অনুষ্ঠানের সময় পরিবর্তন করা হয়েছে।