আজ ২২ মার্চ সকাল আনুমানিক পৌনে দশটার দিকে বানারীপাড়া-বরিশাল আঞ্চলিক মহাসড়কের গরিয়ার পাড় এলাকার বরিশালগামী বাস দূর্জয় (মেট্রো-ব ১১-০০৬২) এবং বানারীপাড়াগামী মাহিন্দ্রার (বরিশাল থ-১১-০৯০৭) মুখোমুখি সংঘর্ষে ৭জন নিহত ৪ জন আহত হয়েছে। দুর্ঘটনায় মোট ১১ জন হতাহত হয় এতে মাহিন্দ্রার ২ জন যাত্রী ঘটনাস্থলেই মারা যান।
হতাহতদের তাৎক্ষণিকভাবে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে।হাসপাতালে নেওয়ার পরে চিকিৎসাধীন অবস্থায় মারাযায় আরো ৪ জন। এছাড়া ৩ জনকে গুরুতর আহত অবস্থায় ঢাকায় রেফার্ড করা হয়েছে। ঢাকা নেওয়ার পথে তাদের মধ্যে একজন মারা গেছে। বাকিরা বরিশাল শেবাচিমে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। সংবাদ পাওয়ার সাথে সাথেই জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান।
বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ছুটে যান। সেখানে গিয়ে নিহত ও আহতদের খোঁজ খবর নিয়ে দ্রুত চিকিৎসার জন্য কর্মরত ডাক্তারদের বলেন। সাথেসাথে জেলা প্রশাসক বরিশাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরিশালকে আহ্বায়ক করে মেট্রোপলিটন পুলিশের প্রতিনিধি, বিআরটিএ এডি, বরিশাল সিটি কর্পোরেশনের প্রতিনিধি, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর প্রতিনিধি দের সমন্বয়ে পাঁচ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করেছেন। আহ্বায়ক কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে তাদেরকে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
তিনি তাৎক্ষণিক ভাবে নিহতদের প্রত্যেকের পরিবারকে বিশ (২০০০০) হাজার টাকা করে আর্থিক সহয়তা এবং আহতদের প্রত্যেকের পরিবারকে দশ (১০০০০) হাজার টাকা করে প্রদান করেন। তিনি এ সময় আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করেন। নিহত ব্যক্তিরা হলেন সোহেল খান (২৯) সাং-গণপাড়া, বরিশাল। খোকন হাওলাদার (৩০) সাং-নৈয়ারী, ঝালকাঠি সদর, ঝালকাঠি। মানিক শিকদার (৩৫) দাড়িয়াল, বাকেরগঞ্জ, বরিশাল। শীলা হালদার (২৪) সাং-সেওতা, ঝালকাঠি সদর, ঝালকাঠি। পারভীন (৩৫) সাং- মাধবপাশা, বাবুগঞ্জ, বরিশাল। মেহেরুন্নেসা (৪০) সাং-দুর্গাপুর, পিরোজপুর সদর, পিরোজপুর। মোঃ তাঈম (০৭) সাং-মাধবপাশা, বাবুগঞ্জ, বরিশাল। আহতরা হলেন আব্দুল্লাহ (৭), সুমন (২৫), তন্নী (১৭), দুলাল হালদার (৩০) তারা চিকিৎসাধীন আছে।
(Visited ১ times, ১ visits today)