বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে তৃণমূল আওয়ামী লীগ অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মধুর পক্ষে চেয়েছেন বরিশাল সিটি কর্পোরেশন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহপত্নী লিপি আব্দুল্লাহ। বৃহস্পতিবার (২১ মার্চ) সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে ভোটারদের কাছে তিনি তালা প্রতীকের স্বপক্ষে ভোট প্রার্থনা করেন।
এছাড়া তিনি চরবাড়িয়া ইউনিয়নের একটি উঠান বৈঠকেও অংশ নিয়ে তালা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মধু এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান রেহেনা বেগমের হাঁস প্রতীকে ভোট চেয়েছেন।
ভোটাররা সিটি কর্পোরেশন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহপত্নী লিপি আব্দুল্লাহকে কাছে পেয়ে অনেক খুশি হয়েছেন। এমনকি অনেকে তাঁর সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট মধু ও রেহেনা বেগমকে ভোট দেওয়ার অঙ্গীকার করেছেন।’
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রেহানা বেগম, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাহবুবুর রহমান মধু সহ সদর উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ সাথে ছিলেন।