অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের কল্যাণ তহবিলে ১০ লাখ দিয়েছে ২৪তম বিসিএস প্রশাসন অ্যাসোসিয়েশন।
বুধবার সচিবালয়ে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ও জনপ্রশাসন সচিব ফয়েজ আহম্মদ এবং মহাসচিব ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি প্রেষণ (এপিডি) অনুবিভাগের অতিরিক্ত সচিব শেখ ইউসুফ হারুনের কাছে ১০ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।
২৪তম বিসিএস প্রশাসন অ্যাসোসিয়েশনের সভাপতি দেওয়ান মাহবুবুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এই চেক হস্তান্তর করেন। এসময় অ্যাসোসিয়েশনের সম্পাদক ও ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) শাহিদুজ্জামান, সদস্য প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার এস এম খুরশিদ-উল-আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
দেওয়ান মাহবুবুর রহমান বলেন, ‘কর্মকর্তারা দুরোরোগ্য ব্যধিতে আক্রান্ত হলে অনেক সময় তাদের সহায়তা করা সম্ভব হয় না। এজন্য অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন তহবিলে গঠনের উদ্যোগ নিয়েছে। আমরা ২৪তম বিসিএস প্রশাসন অ্যাসোসিয়েশন এতে সাড়া দিয়েছি।’
২৪তম বিসিএস প্রশাসন অ্যাসোসিয়েশনে ৩২১ জন সদস্য রয়েছেন জানিয়ে সভাপতি দেওয়ান মাহবুব বলেন, ‘কল্যাণ তহবিলে সহায়তার জন্য সদস্যদের মধ্যে যারা উপসচিব বা এর ওপরের পদগুলোতে রয়েছেন তারা ৫ হাজার টাকা করে ও এর নিচের পদের কর্মকর্তারা ৩ হাজার টাকা করে চাঁদা দিয়েছেন। সেই চাঁদার ১০ লাখ টাকা আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের হাতে তুলে দিয়েছি।’