পটুয়াখালীর বাউফলে সড়ক দূর্ঘটনায় জাহিদুল (১৭) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ মার্চ) কাছিপাড়া-বাহেরচর সড়কে বলাই-কানাই দিঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সে কাছিপাড়া ইউপির ৩ নম্বর ওয়ার্ডে ছালাম মৃধার ছেলে ।
জানা যায়, জাহিদুল কাছিপাড়া আবদুর রশিদ ডিগ্রি কলেজের ছাত্র। এপ্রিল মাসে তার এইচ এস সি পরীক্ষা দেওয়ার কথা ছিল। পড়াশুনার পাশাপাশি ভাড়ায় মোটর সাইকেল চালাতেন এই শিক্ষার্থী। শনিবার কাছিপাড়া বাজারের উত্তর দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রলি জাহিদুলের মোটরসাইকেলে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় গুরুতর আহত হন তার সঙ্গে থাকা আল আমিন (১৬)। তাকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে দুর্ঘটনায় জড়িত ট্রলি চালকের শাস্তির দাবিতে আজ সকাল সোয়া ১০টা থেকে প্রায় দেড় ঘণ্টা কলেজ শিক্ষার্থীরা সড়কে অবরোধ করে রাখেন।
এ ব্যাপারে বাউফল থানার ওসি (তদন্ত) মাকসুদ মুরাদ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ঘাতক ট্রলির চালককে আটকের চেষ্টা চলছে।