রিপোর্ট ঃ নুরে আলামিন বাপ্পী
আবার মাঠে নামছে বরিশাল বুলস।।এবার খেলবে রাজশাহী কিংস এর বিপক্ষে।।খেলা শুরু দুপুর ২ টায়।।এর আগে ২ টি ম্যাচ খেলে একটি জয় ও একটি হার নিয়ে বরিশাল আছে পয়েন্ট তালিকার ৭ নাম্বারে।।প্রথম ম্যাচে ঢাকার কাছে হারলেও পরের ম্যাচে কুমিল্লাকে হারিয়ে ঘুরে দাড়ায় মুশফিকরা।।মালান,,পেরেরা,,নাফিস,,মুসফিক আছে দারুন ফর্মে।।বলিংয়েও দারুন করছেন আলামিন,, রনি,, ইমরিতরা।।কাল আবার জয়ের লক্ষে মাঠে নামবে তারা।।এদিকে রাজশাহী ২ ম্যাচে জিতিছে ১ টি।।
(Visited ৫ times, ১ visits today)