শুক্রবার , ১৫ মার্চ ২০১৯ | ২৬শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

বরিশালে বাল্যবিবাহ দেয়ার অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা

প্রতিবেদক
Alltime BD News24 .com
মার্চ ১৫, ২০১৯ ৯:১১ অপরাহ্ণ

বরিশাল নগরীর ২ নং ওয়ার্ডস্থ কাউনিয়া ১ম গলির হাওলাদার বাড়িতে আলমগীর হাওলাদার নামে এ ব্যাক্তিকে বাল্যবিবাহ দেয়ার অপরাধে বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা করা হয়েছে। বরিশাল সদর উপজেলার এসি (ল্যান্ড) এর হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ। আলমগীর হাওলাদারের কণ্যা মারিয় এবার এসএসসি পরিক্ষা দিয়েছে। জন্ম নিবন্ধন অনুযায়ী তার বয়স ১৬ বছর (২৮/০২/২০০২) ।

আজ (১৫ মার্চ) শুক্রবার দুপুর ১২ টায় গোপন সংবাদের ভিক্তিতে বরিশাল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আমীনুল ইসলামের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জরিমানা করা হয়।

জানা গেছে, ইতমধ্যে তার পরিবার তাকে বিবাহ দিচ্ছে এমন তথ্য পেয়ে তাৎক্ষণিক  এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আমীনুল ইসলাম ওই বিয়ে বাড়িতে মোবাইল কোর্ট পরিচালনা করেন। তিনি ঘটনা স্থানে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে তাৎক্ষণিক ভাবে বাল্যবিবাহের কার্যক্রম বন্ধ করে দেয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে অপ্রাপ্ত বয়স্ক কণ্যার বাল্যবিবাহের আয়োজন করার অপরাধে ও বাল্যবিবাহ নিরোধ আইনের ধারা অনুযায়ী কণ্যার পিতা আলমগীর হাওলাদারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় আইনশৃঙ্খলা কার্যক্রমে সহযোগিতা করেন কাউনিয়া থানার পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) সেলিমসহ পুলিশ সদস্যরা।

এ সময় বরিশাল সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট ২ নং ওয়ার্ড কাউন্সিলর এ্যাড. মর্তুজা আবেদিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

(Visited ১ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি