পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় মুন্না আকন (২৩) নামে এক মাদকবিক্রেতাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. আব্দুল মান্নান এ রায় দেন। মুন্না ওই উপজেলার হরিণপালা গ্রামের জাহাঙ্গীর আকনের ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৫ এপ্রিল দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হরিণপালা গ্রামে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ মুন্নাকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় ওইদিন ভান্ডারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম বাদী হয়ে স্থানীয় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মুন্নার বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে ২৩ মে মামলার তদন্ত কর্মকর্তা ভান্ডারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম আদালতে অভিযোগপত্র দেন। ছয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামি মুন্নার উপস্থিতিতে মঙ্গলবার এ রায় দেন আদালত।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সরকারি কৌঁসুলি (পিপি) খান মো. আলাউদ্দিন।