আজ ৯ মার্চ বিকাল ৪ টায় জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও সরকারি বেসরকারি উন্নয়ন সংগঠন সমূহ বরিশাল এর আয়োজনে। বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলে চারদিন ব্যাপী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০১৯ উদযাপন করা হয়।আজতার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান। আলোচনা সভার সভাপতিত্ব করেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপ-পরিচালক, রাশিদা বেগম, বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ কমিশনার, কোতয়ালী মডেল থানা বরিশাল, মোঃ রাসেল, সহকারী কমিশনার বরিশাল, খান মোঃ আব্দুল্লা আল মামুন, সেইন্ট বাংলাদেশ এর নির্বাহী পরিচালক, জাহাঙ্গীর করিব, নির্বাহী পরিচালক শুভ মহিলা উন্নয়ন সংস্থা, হাসিনা বেগম নীলাসহ বিভিন্ন অতিথি বৃন্দরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন প্রোগ্রাম অফিসার, বরিশাল জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, জাহানারা পারভীন, আলোচনা সভা শেষে অতিথি বৃন্দরা মেলায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।