সবাই মিলে ভাবো নতুন কিছু করো, নারী-পুরুষ সমতায় নতুন বিশ্ব গড়ো এই স্লোগান কে সামনে রেখে। আজ ৮ মার্চ সকাল ১০ টায় জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও সরকারি বেসরকারি উন্নয়ন সংগঠন সমূহ বরিশাল এর আয়োজনে বরিশাল সার্কিট হাউস থাকে নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০১৯ উদযাপন উপলক্ষে র্যালি, মেলা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সকালে বরিশাল সার্কিট হাউস থেকে বর্ণাঢ্য এক র্যালি বের হয়ে অশ্বিনী কুমার হলে গিয়ে শেষ হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, পটুয়াখালীর ৪ আসনের সংসদ সদস্য, মহিবুর রহমান মুহিব, মেয়র, বরিশাল সিটি কর্পোরেশন, সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান, কেন্দ্রীয় আওয়ামীলীগ এর তথ্য ও গবেষণা সম্পাদক এ্যাঃ আবজাল হোসেন, চেয়ারম্যান, বরিশাল সদর উপজেলা সাইদুর রহমান রিন্টুসহ বিভিন্ন সরকারি-বেসরকারি এবং উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অশ্বিনী কুমার হলের সামনে বেলুন ফেস্টুন উড়িয়ে আন্তর্জাতিক নারী দিবসের মেলা ও আলোচনা সভার শুভ উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার বরিশাল, রাম চন্দ্র দাস, এসময় উপস্থিত ছিলেন মেয়র, বরিশাল সিটি কর্পোরেশন, সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। উদ্বোধন শেষ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল, রাম চন্দ্র দাস।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরিশাল, শহিদুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপ-পরিচালক, রাশিদা বেগম, আঞ্চলিক সমন্বয়কারী, তৌফিক আহাম্মেদ, সেইন্ট বাংলাদেশ এর নির্বাহী পরিচালক, জাহাঙ্গীর করিব, সনাক বরিশালের সভাপতি, শাহ সাজেদা, আভাসের নির্বাহী পরিচালক, রহিমা সুলতানা কাজলসহ বিভিন্ন অতিথি বৃন্দরা উপস্থিত ছিলেন। পরিশেষে অতিথি বৃন্দরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
(Visited ১ times, ১ visits today)