আজ ৬ মার্চ সকাল সাড়ে দশটায় পাট অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আয়োজনে। জেলা প্রশাসন বরিশালের সহযোগিতায় জাতীয় পাট দিবস ২০১৯ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।
র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশাল, হরিদাস শিকারী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল,মোঃ ইকবাল আখতার, নেজারত ডেপুটি কালেক্টর ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বরিশাল, মোঃ আহসান মাহামুদ রাসেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুখ্য পরিদর্শক পাট অধিদপ্তর বরিশাল, মোঃ নওশের আজাদসহ বিভিন্ন অতিথিবৃন্দরা উপস্থিত ছিলেন।
সকালে বরিশাল সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি অশ্বিনী কুমার হল চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
(Visited ১ times, ১ visits today)