সবাই মিলে ভাবো নতুন কিছু করো, নারী-পুরুষ সমতায় নতুন বিশ্ব গড়ো এই স্লোগান কে সামনে রেখে। আজ সকাল ১১ টায় জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও সরকারি বেসরকারি উন্নয়ন সংগঠন সমূহ বরিশাল এর আয়োজনে বরিশাল নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০১৯ উদযাপন উপলক্ষে সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করা হয়েছে।
মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-পরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর বরিশাল, রাশিদা বেগম। মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল, মোঃ ইকবাল আখতার, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, পঙ্কজ রায় চৌধুরী, আইসিডিএর নির্বাহী পরিচালক, আনোয়ার জাহিদ, সনাক বরিশালের সভাপতি, শাহ সাজেদা, আভাসের নির্বাহী পরিচালক, রহিমা সুলতানা কাজলসহ বিভিন্ন সরকারি-বেসরকারি উন্নয়ন সংস্থা ও তাদের সদস্যরা মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন।