আজ ৬ মার্চ সকাল ১০ টায় বিভাগীয় কমিশনার বরিশাল এর আয়োজনে। বরিশাল নগরীর বরিশাল কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অস্থায়ী কার্যালয়ে শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা ২০১৯ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল, রাম চন্দ্র দাস।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) বরিশাল, মোঃ খায়রুল আলম শেখ, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) বরিশাল, ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান, অনুষ্ঠানে অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরিশাল, শহিদুল ইসলাম, পরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বরিশাল অঞ্চল, প্রফেসর মোঃ মোয়াজ্জেম হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত অংশগ্রহণকারী শিক্ষার্থী ও শিক্ষক এবং অবিভাবক বৃন্দরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে তিনটি স্তরে প্রাথমিক স্তরে বরিশাল বিভাগের ৬ টি জেলা এবং সিটি কর্পোরেশন থেকে প্রথম স্থান অধিকারী মোট ৭ টি শিক্ষা প্রতিষ্ঠান। মাধ্যমিক স্তর ৭ টি শিক্ষা প্রতিষ্ঠান। উচ্চ মাধ্যমিক স্তরের ৭ টি শিক্ষা প্রতিষ্ঠান মোট ২১ টি শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে শুদ্ধসুরে জাতীয় সংগীত প্রতিযোগিতা ২০১৯ অনুষ্ঠিত হয়।