বরিশালে ৯শত ৬৮ তম দলের ৪৫ দিন ব্যাপী নিয়মিত প্রশিক্ষন কোর্সে প্রশিক্ষনপ্রাপ্ত ইমামদের সমাপ্ত অনুষ্ঠানে পুরস্কার ও সনদ প্রদান করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১১ টায় নগরীর কাশিপুর ইমাম প্রশিক্ষন মিলনায়তন একাডেমিতে অনুষ্ঠিত হয়।
বরিশাল ইমাম প্রশিক্ষন একাডেমী ও ইসলামী ফাউন্ডেশনের আয়োজনে বরিশাল সরকারী বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শফিকুর রহমানের সভাপতিত্বে ইমাম প্রশিক্ষ কোর্স সমাপ্ত ও সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিসি এস.এম অজিয়র রহমান।
এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মোঃ নিজাম উদ্দিন,ইমাম প্রশিক্ষন একাডেমীর উপ-পরিচালক কৃষিবিদ মুহাম্মদ আনিসুজ্জামান,সহকারী পরিচালক আসমা আক্তার প্রমুখ।
পরে ৪৫দিন ব্যাপি নিয়মিত ইমাম প্রশিক্ষন কোর্সে অংশ নেয়া প্রশিক্ষনপ্রাপ্ত ইমামদের মাঝে পুরস্কার ও সনদ প্রদান করেন প্রধান অতিথি ডিসি এস.এম অজিয়র রহমান।