সোমবার , ৪ মার্চ ২০১৯ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

বরিশালে গ্রেফতার এড়াতে আসামীর নিজ গলায় ব্লেডের পোচ!

প্রতিবেদক
Alltime BD News24 .com
মার্চ ৪, ২০১৯ ৮:৫২ অপরাহ্ণ

বরিশালে অপহরণ মামলার আসামী দুখু মিয়া (২০) গ্রেফতার এড়াতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সামনে গলায় ব্লেডের পোচ দিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন। সোমবার (৪ মার্চ) নগরীর ৫নং ওয়ার্ডের পলাশপুর ৮নং গুচ্ছ গ্রামের ভাড়াটিয়া বাসায় এই ঘটনা ঘটে। পরে পুলিশ তাকে গ্রেফতার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।

দুখু মিয়া নারায়ানগঞ্জের ফতুল্লা এলাকার রবিউল ইসলামের ছেলে।

নারায়নগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন জানায়, দুখু মিয়া এক মাস আগে ফতুল­া থেকে একটি শিশুকে অপহরণ করে। পরে শিশুটির পরিবারের কাছে প্রথমে ১৫ লাখ এবং পরবর্তীতে ৫ লাখ টাকা মুক্তিপন দাবী করে। তবে মুক্তি দেওয়ার শর্তে বিকাশে তাদের ২০ হাজার টাকা দেয় ওই শিশুর পরিবার। এরপরও মুক্তি না দেয়ায় গত ফেব্রুয়ারী মাসে ফতুল্লা থানায় একটি মামলা দায়ের করেন এবং ওই মামলা তদন্তের দায়িত্ব পায় পিবিআই।

গোপন সংবাদ পেয়ে সোমবার সকালে দুখু মিয়াকে গ্রেপ্তার করতে নগরীর পলাশপুর ৮ নম্বর গুচ্ছগ্রামে অভিযান চালায় পিবিআই। এসময় গ্রেফতার এড়াতে পিবিআই’র সামনে গলায় ব্লেড দিয়ে পোচ দেয় আসামী দুখু মিয়া। পরে তাকে গ্রেফতার করে পুলিশ প্রহরায় শের-ই-বাংলা মেডিকেলে ভর্তি করা হয়।

এদিকে অপহৃত শিশুটি এখন পর্যন্ত উদ্ধার না হওয়ায় শিশুটির নামসহ বিস্তারিত তথ্য প্রকাশ করতে অপারগতা প্রকাশ করে পিবিআই।

(Visited ২ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি