অনলাইন ডেস্ক: খুলনা মহানগরের দুটি আবাসিক হোটেল থেকে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ছয় তরুণ-তরুণীকে আটক করেছে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
সোমবার বিকেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মহানগর পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু।
তিনি বলেন, সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা সদরের মৌসুমী আবাসিক হোটেল ও সোনার বাংলা আবাসিক হোটেলে অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় অসামাজিক কার্যকলাপের অভিযোগে ছয়জনকে আটক করা হয়। আটকদের মধ্যে চারজন তরুণ ও দুইজন তরুণী। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান অতিরিক্ত উপ-কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু।
(Visited ২ times, ১ visits today)