অনলাইন ডেস্ক: বরিশাল নগরীর কাউনিয়া সাবান ফ্যাক্টরি এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে পুড়েছে অন্তত ৫টি বসতঘর। এতে কমপক্ষে ৫ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে। সোমবার (০৪ মার্চ) বেলা পৌনে দুইটার দিকে ওই এলাকার আব্দুর রশিদের ভাড়াটিয়া ঘরে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে- আব্দুর রশিদের ভাড়াটিয়া বাসার রান্নঘরে আগুন জলতে দেখা যায়। কিছু বুঝে উঠার আগেই সেই আগুন পার্শ্ববর্তী ঘরগুলো ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নেয়। কিন্তু এর আগে ৫টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।
বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) দেবাশিষ বিশ্বাস জানিয়েছেন- আগুন নিয়ন্ত্রণে নিতে তাদের দুটি ইউনিট কাজ করে। প্রায় ৩৫ মিনিট চেষ্টা চালিয়ে একপর্যায়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। কিন্তু এর আগেই ঘরগুলোর আংশিক পুড়ে গেছে।
এই অগ্নিকান্ডে প্রাথমিকভাবে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি নির্ণয় করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।’’